Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গোয়ালবাডী ইউনিয়ন পরিষদ

 

 

কালের স্বাক্ষী হয়ে  ৪০ টি গ্রাম নিয়ে দাড়িয়ে আছে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ । তার উত্তরে পূর্ব জড়ী ইউনিয়ন পরিষদ ,

 দক্ষিণে সাগরনাল ইউনিয়ন পরিষদ, পশ্চিমে সাগরনাল ইউপির অংশ , পূর্বে ভারত সীমান্ত অবস্থিত ।

 

 

(ক) ইউনিয়নের নামঃ                             ০৮ নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ ।

(খ) ইউনিয়ন পরিষদের আয়তনঃ-             ১৮ বর্গ মাইল ।

(গ) যোগাযোগ ব্যবস্থাঃ- জেলা ও উপজেলা হইতে পাকা সড়কে যোগাযোগের ব্যবস্থা রহিয়াছে ।

(ঘ) লোকসংখ্যাঃ-                                 ২৪,৪৯৫ জন

(ঙ) পরুষ ১১,৩৪৯ জন , মহিলা ১৩,১৪৬ জন ।

(চ) গ্রামের সংখ্যা :-            ৪০ টি

(ছ) মৌজা :-                    ২১ টি

 

(জ) শিক্ষা প্রতিষ্ঠান :-

                           ১. বেসরকারী কলেজ       ১ টি

                           ২. বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়  ৩ টি

                           ৩. বেসরকারী মাদ্রাসা    ৪ টি

                           ৪. সরকারী প্রাথমিক বিদ্যালয়  ৬ টি

                           ৫. বেসরকারী প্রাথমিক বিদ্যালয়   ৪ টি

(ঝ) শিক্ষার হার :- ৫০%

(ঞ) খোয়াড় :- ৬ টি

(ট) চা বাগান :- ৬ টি

(ঠ) বাজার :- ৫ ‍টি